Perfect Tense of Exercise
Perfect
কাজ শেষ হলেও কাজের ফলাফল রয়েছে, ছিল বা রয়ে যাবে এমন কাজ গুলো Perfect Tense.
|
Present |
Past |
Future |
|
Affirmative: কাজ শেষ হয়েছে
কিন্তু ফলাফল বর্তমানে রয়ে গিয়েছে এমন কাজ গুলো Present perfect. A.V.: Have, has(3rd person sing:) [Main verb এর past participle.] I’ve (have) Gove to college. Alif’s (has) caught fish. We have read Newspaper. |
Affirmative: অতীতে শেষ হলেও
কাজের ফলাফল অতীতে রয়েছিল
কিন্তু এখন নাই এমন কাজ গুলো Past Perfect. A.V.: Had. [Main verb এর past participle.] Alif had gone to school. They had caught fish. I/we
had gone. |
Affirmative: কাজ শেষ হলেও কাজের ফলাফল ভবিষ্যতে রয়ে যাবে এমন
কাজ গুলো Future perfect. [A.V.: shall Have(I,we)/will have] [Main verb এর past participle.] Alif
will have gone
school. Alif
will have caught
fish. I/we
shall have gone. |
|
Negative: (না-বোধক) Auxiliary verb: Have/has
+not I have not gone to school. Alif hasn’t caught fish. They haven’t read Newspaper. |
Negative: (না-বোধক)
Auxiliary verb: Had+not Alif had not gone to school. They hadn’t caught fish. You hadn’t read Newspaper. |
Negative: (না-বোধক)
Auxiliary verb: Shall
+not have, Will+not have Alif will not have gone to school. Alif will not have caught fish. I shall not have read Newspaper. |
|
Interrogative: (প্রশ্নবোধক) Auxiliary verb: Have,
has Have i gone to school? Has Alif not caught fish? Haven’t we read Newspaper? |
Interrogative: (প্রশ্নবোধক) Auxiliary verb: Had Had Alif Gone to school? Had you not caught fish? Hadn’t we read Newspaper? |
Interrogative: (প্রশ্নবোধক) Auxiliary verb: Shall
have, will have Will
Alif not have gone to school? Willn’t
we have caught fish? Shall
I not have read
Newspaper? |
Present Perfect:
Affirmative
1.আমি লিখেছি।2.পাখিগুলো
খেয়েছে।3.দাদা গল্প বানিয়েছে।4.আমরা মাছ ধরেছি। 5.তারা গাছ লাগিয়েছে।6.তুমি লিখেছ।7.সে
এসেছে।8.মা রান্না করেছে।9.আমি পৌঁছেছি।10. তুমি টাকা পাঠিয়েছ।11.আমি কম্পিউটার চালু
করেছি।12.আমরা এসেছি।13. তোমরা গান গেয়েছ।14. বাবা ফিরেছে।15.আমরা দেখেছি।16.মামা বাজারে
গিয়েছে।17. ভাই মাছ ধরেছে।18.তোমরা গাছ কেটেছ।19. মা ডেকেছে।20. সে হেসেছে।21.আমি পড়েছি।22.বাবা
পরিস্কার করেছে।23. চাচা গ্রামে গিয়েছে। বাবু খেলেছে।24.আমি এখন বসেছি।25.বাবা আসার
আগে তুমি কম্পিউটার বন্ধ করেছ। 26. পুলিশেরা তাকে গ্রেপ্তার করার পর তাঁকে আটকে রাখা
হয়েছে।27.গ্রামে আসার পর আমরা গরু কিনেছি।28. আমরা গ্রামে আসার পর তুমি ডেকেছ।
Negative
1।আমি পড়ি
নি।2।তুমি দেখ নি।3।তারা শোনে নি।4।আমরা বুঝি নি।5।তোমরা হাসো নি।6।আপনি লিখেন নি।7।আপনা
যান নি।8।সে বসে নি।9।ভাই খায় নি।10।মা রান্না করে নি।11।আমি বাসায় ফিরি নি।12।তুমি
স্কুলে যাও নি।13।তারা বলে নি।14।আমরা নিই নি।15।তোমরা দেখ নি।16।আপনি খান নি।17।আপনারা
আসেন নি।18।পড়া শেষ করার আগে সে লিখে নি।19। বাবা আসে নি।20। তুমি আসার আগে আমি খেলি
নি।21।তুমি কাটো নি।22।তারা কিনে নি।23।আমরা পরিষ্কার করি নি।24।তোমরা বুঝো নি।25।আপনি
নেন নি।26।স্যারের কথা শোনার পর আপনারা বসেন নি।27।কৌতুকটা শোনার পর সে হাসে নি।28।
আমাদের দেখার আগে বোন কাদে নি ।
Interrogative
1।আমি কি পড়েছি?
2।তোমাকে ডাকার আগে তুমি কি দেখেছ? 3।তাদেরকে বলার আগে তারা কি শুনেছে? 4।তিনি বাড়ি
যাওয়ার আগে আমরা কি বুঝেছি? 5। তিনি গল্পটা বলার পর তোমরা কি হেসেছ? 6।পড়া আপনি কি লিখেছেন? 7।আপনারা কি গিয়েছেন? 8।সে কি বসেছে?
9।মা রান্না করার আগে ভাই কি খেয়েছে? 10।বাবা বাজার করার পর মা কি রান্না করেছে?
11।আমি কি বাসায় ফিরেছি? 12।তুমি কি স্কুলে গিয়েছ??13।তারা কি বলেছেন??14।আমরা কি নিই
নি?15।তোমরা কি দেখ নি?16।আপনি কি খান নি?17।আপনারা কি আসেন নি?18।সে কি লিখে নি?19।বাবা
কি আসে নি?20।আমি কি খেলি নি?21।তুমি কি কাটো নি?22।তারা কি কিনে নি?23।আমরা কি পরিষ্কার
করি নি?24। তোমরা কি বুঝো নি?25।আপনি কি নেন নি?26।আপনারা কি বসেন নি? 27।সে কি হাসে
নি? 28।আমার বোন কি পড়ে নি?
Past Perfect:
Affirmative
1।পুলিশ দোকানটি
তালা মেরে দিয়েছিল।2।আমরা গাড়িটি বোঝাই করেছিলাম।3।বাচ্চারা হাসছিল।4।আমি মশাটিকে হত্যা
করেছিলাম।5।ব্যাঙ টি লাফিয়েছিল।6।লোকেরা সাহায্য করেছিল।7।চাচা পানি গুলোকে প্রবাহিত
করেছিলেন।8।দাদু সমস্যাটিকে সমাধান(fix) করেছিলেন।9।ছাত্ররা শূন্য স্থানটিকে পূরণ করেছিল।10।আমি
কাজটি শেষ করেছি ।11।আমাদের রাজা একটি স্বপ্ন
দেখতেন।12।তিনি আলোচনা(discuss) করেছিলেন।13।ট্রেনটি দেড়ি(delay) করেছিল।14।মামা গাছে
উঠে(climb) ছিল।15।আমি পরিষ্কার করেছিলাম।16।স্যার আমাদেরকে উৎসাহিত(cheer) করতেন।17।বাঘ
আক্রমণ করেছিল।18।তারা বই ধার(borrow) নিতো।19। মা অনুমতি দিয়েছিল।20।আম্মা রান্না
করেছিল।21।পাখিটি আমার দিকে তাকিয়েছিল।22।বাবা ঘর মেরামত(mend) করেছিল।23।তোমরা উত্তীর্ণ
হয়েছিলে।24।সে ওটা অর্জন করেছিল।25।তুমি বাবা মাকে শ্রদ্ধা করতে।26।আমি খেলেছিলাম।27।তুমি
ধাক্কা দিয়েছিলে।28।আসামীকে শাস্তি দেওয়া হয়েছিল।29।আমি পরিবর্তন করেছিলাম।30।পুলিশেরা
জিজ্ঞেস করেছিল।
Negative
1।পুলিশেরা
দোকানটি তালা মেরে দিয়েছিল না।2।আমরা গাড়িটি বোঝাই করেছিলাম না।3।বাচ্চারা হেসে ছিল
না।4।আমি মশাটিকে হত্যা করেছিলাম না।5।ব্যাঙ টি লাফিয়েছিল না।6।লোকেরা সাহায্য করেছিল
না।7।চাচা পানি গুলোকে প্রবাহিত করেছিলেন না।8।দাদু সমস্যাটিকে সমাধান(fix) করেছিলেন
না।9।ছাত্ররা শূন্য স্থানটিকে পূরণ করেছিল না।10।আমি কাজটি শেষ করেছি না।11।আমাদের রাজা একটি স্বপ্ন দেখতেন না।12।তিনি
আলোচনা(discuss) করেছিলেন না।13।ট্রেনটি দেড়ি(delay) করেছিল না।14।মামা গাছে উঠে(climb)
ছিল না।15।আমি পরিষ্কার করেছিলাম না।16।স্যার আমাদেরকে উৎসাহিত(cheer) করতেন না।17।বাঘ
আক্রমণ করেছিল না।18।তারা বই ধার(borrow) নিতো না।19। মা অনুমতি দিয়েছিল না।20।আম্মা
রান্না করেছিল না।21।পাখিটি আমার দিকে তাকিয়েছিল না।22।বাবা ঘর মেরামত(mend) করেছিল
না।23।তোমরা উত্তীর্ণ হয়েছিলে না।24।সে ওটা অর্জন করেছিল না।25।তুমি বাবা মাকে শ্রদ্ধা
করতে না।26।আমি খেলেছিলাম না।27।তুমি ধাক্কা দিয়েছিলে না।28।আসামীকে শাস্তি দেওয়া হয়েছিল
না।29।আমি পরিবর্তন করেছিলাম না।30।পুলিশেরা জিজ্ঞেস করেছিল না।
Interrogative
1।পুলিশেরা
কি দোকানটি তালা মেরে দিয়েছিল ?2।আমরা কি গাড়িটি বোঝাই করেছিলাম ?3।বাচ্চারা কি হেসে
ছিল ?4।আমি কি মশাটিকে হত্যা করেছিলাম ?5।ব্যাঙ টি কি লাফিয়েছিল ?6।লোকেরা কি সাহায্য
করেছিল ?7।চাচা কি পানি গুলোকে প্রবাহিত(flow) করেছিলেন ?8।দাদু কি সমস্যাটিকে সমাধান(fix)
করেছিলেন ? 9।ছাত্ররা কি শূন্য স্থানটিকে পূরণ করেছিল?10।আমি কি কাজটি শেষ করেছি
?11।আমাদের রাজা কি একটি স্বপ্ন দেখতেন ?12।তিনি কি আলোচনা(discuss) করেছিলেন ?13।ট্রেনটি
কি দেড়ি(delay) করেছিল?14।মামা কি গাছে উঠে(climb) ছিল ?15।আমি কি পরিষ্কার করেছিলাম
?16।স্যার কি আমাদেরকে উৎসাহিত(cheer) করতেন ?17।বাঘ কি আক্রমণ করেছিল না?18।তারা কি
বই ধার(borrow) নিতো না?19। মা অনুমতি দিয়েছিল না।20।আম্মা কি রান্না করেছিল না?21।পাখিটি
কি আমার দিকে তাকিয়েছিল না?22।বাবা কি ঘর মেরামত(mend) করেছিল না?23।তোমরা কি উত্তীর্ণ
হয়েছিলে না?24।সে কি ওটা অর্জন করেছিল না?25।তুমি কি বাবা মাকে শ্রদ্ধা করতে না?26।আমি কি খেলেছিলাম না?27।তুমি কি ধাক্কা দিয়েছিলে না?28।আসামীকে কি শাস্তি দেওয়া হয়েছিল না?29।আমি
কি পরিবর্তন করেছিলাম না?30।পুলিশেরা কি জিজ্ঞেস করেছিল না?
Future Perfect:
Affirmative
1।এটাকে বেছে(adopt)
রাখা হয়ে থাকবে।2।আমাকে নিয়োগ(appoint) দেওয়া হয়ে থাকবে।3।তোমাকে জিজ্ঞেস(ask) করা
হয়ে থাকবে।4।তাদেরকে অনুমতি(allow) দেওয়া হয়ে থাকবে।5।এর একটা ব্যবস্থা(appoint) করা
হয়ে থাকবে।6।তোমাকে ঘোষণাটি লিখে রাখতে হবে।7।এখানে একটি স্কুল বানানো হয়ে থাকবে।8।তোমরা
বইটি হাড়িয়ে থাকবে।9।তারা মিথ্যা বলে থাকবে।10।আত্মীয়রা আশা করে থাকবে।11।লোকেরা ঘৃণা
করে থাকবে। দেশটি ভাগ হয়ে থাকবে।12।ময়ূরটি
নেচে থাকবে।13।মুক্তিযোদ্ধারা সাহস করে থাকবে।14।ভাইয়েরা কাজটি শেষ করে থাকবে।15।আমরা
তুলনা করে থাকবো।16।স্কুলটি বন্ধ করা থাকবে।17।তুমি ভাল ব্যবহার করে থাকবে।18।আপনারা
বিশ্বাস করে থাকবেন।19।স্যারেরা অনুষ্ঠানটি আয়োজন করে থাকবেন।20।মা বাবা উপস্থিত হয়ে
থাকবেন।21।চাচা রাজি হয়ে থাকবেন।22।চাচি উপদেশ দিয়ে থাকবে।23।বাচ্চাটি হেটে থাকবে।24।আপনি
কাজটি করে থাকবেন।25।ছাত্ররা হাত ধুয়ে থাকবে।26।পাখি গুলো অপেক্ষা করে থাকবে।27।তিনি
ধন্যবাদ দিয়ে থাকবেন।28।লোকেরা অবস্থান(stay) করে থাকবেন।29।কৃষকেরা বীজ বপন(sew) করে
থাকবে।30।তারা লালনপালন(rear) করে থাকবে।
Negative
1।এটাকে বেছে(adopt)
রাখা হয়ে থাকবে না।2।আমাকে নিয়োগ(appoint) দেওয়া হয়ে থাকবে না।3।তোমাকে জিজ্ঞেস(ask)
করা হয়ে থাকবে না।4।তাদেরকে অনুমতি(allow) দেওয়া হয়ে থাকবে না।5।এর একটা ব্যবস্থা(appoint)
করা হয়ে থাকবে না।6।তোমাকে ঘোষণাটি লিখে রাখতে হবে না।7।এখানে একটি স্কুল বানানো হয়ে
থাকবে না।8।তোমরা বইটি হাড়িয়ে থাকবে না।9।তারা মিথ্যা বলে থাকবে না।10।আত্মীয়রা আশা
করে থাকবে না।11।দেশটি ভাগ হয়ে থাকবে না।12।ময়ূরটি
নেচে থাকবে না।13।মুক্তিযোদ্ধারা সাহস করে থাকবে না।14।ভাইয়েরা কাজটি শেষ করে থাকবে
না।15।আমরা তুলনা করে থাকবো না।16।স্কুলটি বন্ধ করা থাকবে না।17।তুমি ভাল ব্যবহার করে
থাকবে না।18।আপনারা বিশ্বাস করে থাকবেন না।19।স্যারেরা অনুষ্ঠানটি আয়োজন করে থাকবেন
না।20।মা বাবা উপস্থিত হয়ে থাকবেন না।21।চাচা রাজি হয়ে থাকবেন না।22।চাচি উপদেশ দিয়ে
থাকবে না।23।বাচ্চাটি হেটে থাকবে না।24।আপনি কাজটি করে থাকবেন না।25।ছাত্ররা হাত ধুয়ে
থাকবে না।26।পাখি গুলো অপেক্ষা করে থাকবে না।27।তিনি ধন্যবাদ দিয়ে থাকবেন না।28।লোকেরা
অবস্থান(stay) করে থাকবেন না।29।কৃষকেরা বীজ বপন(sew) করে থাকবে না।30।তারা লালনপালন(rear)
করে থাকবে। না।
Interrogative
1।এটাকে বেছে
(adopt) রাখা হয়ে থাকবে? 2।আমাকে কি নিয়োগ (appoint) দেওয়া হয়ে থাকবে? 3।তোমাকে কি
জিজ্ঞেস (ask) করা হয়ে থাকবে? 4।তাদেরকে কি অনুমতি (allow) দেওয়া হয়ে থাকবে? 5।এর কি
একটা ব্যবস্থা (appoint) করা হয়ে থাকবে? 6।তোমাকে কি ঘোষণাটি লিখে রাখতে হবে? 7।এখানে
কি একটি স্কুল বানানো হয়ে থাকবে? 8।তোমরা কি বইটি হাড়িয়ে থাকবে? 9।তারা কি মিথ্যা বলে
থাকবে? 10।আত্মীয়রা কি আশা করে থাকবে? 11।দেশটি কি ভাগ হয়ে থাকবে? 12।ময়ূরটি কি নেচে
থাকবে? 13।মুক্তিযোদ্ধারা কি সাহস করে থাকবে? 14।ভাইয়েরা কি কাজটি শেষ করে থাকবে? 15।আমরা
কি তুলনা করে থাকবো? 16।স্কুলটি কি বন্ধ করা থাকবে না? 17।তুমি কি ভাল ব্যবহার করে
থাকবে না? 18।আপনারা কি বিশ্বাস করে থাকবেন না? 19।স্যারেরা কি অনুষ্ঠানটি আয়োজন করে
থাকবেন না? 20।মা বাবা কি উপস্থিত হয়ে থাকবেন না? 21।চাচা কি রাজি হয়ে থাকবেন না?
22।চাচি কি উপদেশ দিয়ে থাকবে না? 23।বাচ্চাটি কি হেটে থাকবে না? 24।আপনি কি কাজটি করে
থাকবেন না? 25।ছাত্ররা কি হাত ধুয়ে থাকবে না? 26।পাখিগুলো কি অপেক্ষা করে থাকবে না?
27।তিনি কি ধন্যবাদ দিয়ে থাকবেন না? 28।লোকেরা কি অবস্থান (stay) করে থাকবেন না?
29।কৃষকেরা কি বীজ বপন (sew) করে থাকবে না? 30।তারা কি লালন পালন (rear) করে থাকবে
না?


No comments