Indefinite section of exercise
Tense means the time of action. কোন ঘটনা ঘটা বা কোন কাজ হওয়ার সময়কে TENSE বলে।
Father reads newspaper.
There are three types of tense. They are:
1.
Present
(বর্তমান)
2.
Past (অতীত)
3. Future (ভবিষ্যৎ)
Indefinite
যেসব কাজ নিয়মিত বার বার হবে, হতো বা হবে তাদেরকে indefinite tense বলে।
|
Present |
Past |
Future |
|
Affirmative: বর্তমানে
নিয়মিত করা হয় এমন কাজ
গুলো Present indefinite. [subject যদি 3rd person singular number হয় তাহলে Main verb এর সাথে s/es হয়।] আলিফ
কলেজে যায়।(নিয়মিত যায়) Alif goes to
college. Alif catches fish
in the evening. Alif reads Newspaper. |
Affirmative: অতীতে
নিয়মিত করা হতো এমন কাজ
গুলো past indefinite. [Main verb এর past form.] আলিফ
স্কুলে যেতো।(নিয়মিত যেতো।) Alif went to school. Alif caught fish. I
read Newspaper. |
Affirmative: ভবিষ্যতে নিয়মিত করা হবে এমনকাজ গুলো future inde- finite. [auxiliary verb: shall/will] Alif
will go school. Alif
will catch fish. I/we
shall go. |
|
Negative: (না-বোধক) Auxiliary verb: Do,
does (3rdper.) +not Alif does not go to school. Alif does not catch fish. I don’t read Newspaper. |
Negative: (না-বোধক) Auxiliary verb: Did
+not Alif did not go to school. Alif did not catch fish. I didn’t read Newspaper. |
Negative: Auxiliary verb: shall+not,
will+not Alif will not go to school. Alif will not catch fish. I shall not read Newspaper. |
|
Interrogative: (প্রশ্নবোধক) Auxiliary verb: Do,
does (3rdper.) Does
Alif go to school? Does
He not catch fish? Do
I read Newspaper? |
Interrogative: (প্রশ্নবোধক) Auxiliary verb: Did Did Alif go to school? Did Alif not catch fish? Did I read Newspaper? |
Interrogative: (প্রশ্নবোধক) Auxiliary verb: shall,
will Will
Alif not go to school? Will
Alif catch fish? Shall
I not read Newspaper? |
Present
Indefinite:
Affirmative:
1) আমি জেগে উঠি।2)তুমি বহন কর।3)সে শুরু করে।4)বাবা বাধে।5)বাতাস বহে।6)তারা ভাঙ্গে।7)মা আনে।8)আমরা পুড়াই।9)বাচ্চারা কান্না করে।10)আকাশ ক্রয় করে।11)আমি তৈরি করি।12) তুমি ধর।
13)সে আসে। 14)তারা কাটে।15)ভাই খনন করে।16)বোন আঁকে।17)শিশুটি স্বপ্ন দেখে।18)কুকুরগুলো
মারামারি করে।19)মা ভাত খাওয়ায়। 20)বাবা ক্লান্ত অনুভূত করে।21)পুলিশেরা খুজে।
22)পাখিরা উড়ে।23)রাকা যায়।24)আমি জানি।25)তুমি
রাখো।
Negative:
1) আমি জেগে উঠি না।2)তুমি বহন কর না।3)সে শুরু করে না।4)বাবা বাধে না।5)বাতাস বহে না।
6)তারা ভাঙ্গে না। 7)মা আনে না।8)আমরা পুড়াই না।9)বাচ্চারা কান্না করে না।10)আকাশ ক্রয় করে না।
11)আমি তৈরি করি না।12)তুমি বলটি ধরো না।13)সে আসে না।14)তারা কাটে না।
15)ভাই খনন করে না।16)বোন আঁকে না।17)শিশুটি স্বপ্ন দেখে না।18)কুকুরগুলো মারামারি করে না।
19)মা ভাত খাওয়ায় না।20)বাবা ক্লান্ত অনুভূত করে না।21)পুলিশেরা খুজে না।22)পাখিরা উড়ে না।
23)রাকা যায় না।24)আমি
জানি না।25)তুমি রাখো না।
Interrogative:
1) আমি কি জেগে উঠি?2)তুমি কি বহন কর?3)সে কি শুরু করে?4)বাবা কি বাধে?5)বাতাস কি বহে?
6)তারা কি ভাঙ্গে?7)মা কি আনে?8)আমরা কি পুড়াই?9)বাচ্চারা কি কান্না করে?
10)আকাশ কি ক্রয় করে?11)আমি কি তৈরি করি? 12) তুমি কি বলটি ধর? 13)সে কি আসে?
14)তারা কি কাটে?15)ভাই কি খনন করে?16)বোন কি আঁকে?17)শিশুটি কি স্বপ্ন দেখে?
18)কুকুরগুলো কি মারামারি করে?19)মা কি ভাত খাওয়ায়?20)বাবা কি ক্লান্ত অনুভূত করে?
21)পুলিশেরা কি খুজে?22)পাখিরা কি উড়ে?23)রাকা কি যায়?24)আমি কি জানি?
25) তুমি কি রাখো?
Past
Indefinite:
Affirmative:
1.আমি জেগে উঠতাম।2.পাখিরা গান গাইত।3.শিশুরা খেলা করতো।4.মানুষেরা কথা বলত।
5.সে কথা বলত।6.তারা স্কুলে যেত।7.মিম মাছ ধরত। 8.তামিম ভাল খেলত।9.আমি ঘুমাতাম।
10.আমরা নদী দেখতাম।11.রিফাত খাবার খেত।12.সে ব্যাগ বহন (bear) করতো।
13.আমরা পড়া আরম্ভ (begin) করতাম।14. তুমি গাছটিকে বাঁকা করতে (Bend) ।
15. তোমরা সেগুলো বাধতে(bind)।16.কুকুরটি কামড়াতে (bite)।17.দাদী দোয়া করতো।(bless)।
18.তারা ইট ভাংতো(break)।19.সাদিয়া পানি আনত (bring)।20. শ্রমিকেরা বাড়ি নির্মাণ করতো(Build)।
21.তারা পাতা পুরাতো(burn)।22.ছেলেরা বল কিনত(buy)।23.রাকা পাখি ধরত(catch)।
24.তুমি জামা পছন্দ করতে(choose)।25.স্যার স্কুলে আসতেন(come)।
26.তোমার ভাই হামাগুড়ি দিতো(creep)।27.ব্যবসায়িরা চুক্তি করতো(deal)।
28.তোমরা খনন করতে(dig)।
Negative:
1.আমি জেগে উঠতাম না।2.পাখিরা গান গাইত না।3.শিশুরা খেলা করতো না।4.মানুষেরা কথা বলত না।
5.সে কথা বলত না।6.তারা স্কুলে যেত না।7.মিম মাছ ধরত না।8.তামিম ভাল খেলত না।
9.আমি ঘুমাতাম না।10.আমরা নদী দেখতাম না।11. রিফাত খাবার খেত না।
12.সে ব্যাগ বহন (bear) করতো না।13.আমরা পড়া আরম্ভ (begin) করতাম না।
14.তুমি গাছটিকে বাঁকা করতে (Bend) না।15.তোমরা সেগুলো বাধতে(bind)না।
16.কুকুরটি কামড়াতে (bite)না।17.দাদী দোয়া করতো।(bless)না।18.তারা ইট ভাংতো(break)না।
19.সাদিয়া পানি আনত(bring) না।20.শ্রমিকেরা বাড়ি নির্মাণ করতো(Build)না।
21.তারা পাতা পুরাতো(burn) না।22.ছেলেরা বল কিনত(buy)না।23.রাকা পাখি ধরত(chatch)না।
24.তুমি
জামা পছন্দ করতে(choose)না।25.স্যার স্কুলে আসতেন (come)না।26.তোমার ভাই হামাগুড়ি দিতো(creep)না।27.ব্যবসায়িরা
চুক্তি করতো(deal)না।28.তোমরা খনন করতে(dig)না।
Interrogative:
1.আমি কি জেগে উঠতাম?2.পাখিরা কি গান গাইত?3.শিশুরা কি খেলা করতো?
4.মানুষেরা কি কথা বলত?5.সে কি কথা বলত?6.তারা কি স্কুলে যেত?7.মিম কি মাছ ধরতো?
8.তামিম কি ভাল খেলত?9.আমি কি ঘুমাতাম।10.আমরা কি নদী দেখতাম?
11.রিফাত কি খাবার খেতো?12.সে কি ব্যাগ বহন (bear) করতো?13.আমরা কি পড়া আরম্ভ (begin) করতাম?14. তুমি কি গাছটিকে বাঁকা করতে(Bend)?15.তোমরা কি সেগুলো বাধতে(bind)?
16.কুকুরটি কি কামড়াতে (bite)?17.দাদী কি দোয়া করতো?(bless)?
18.তারা কি ইট ভাংতো(break)?19.সাদিয়া কি পানি আনত(bring)?
20.শ্রমিকেরা কি বাড়ি নির্মাণ করতো(Build)?21.তারা কি পাতা পুরাতো(burn)?
22.ছেলেরা কি বল কিনত(buy)।23.রাকা কি পাখি ধরত(catch)?
24.তুমি কি জামা পছন্দ করতে(choose)?25.স্যার কি স্কুলে আসতেন(come)?
26.তোমার ভাই কি হামাগুড়ি দিতো(creep)?27.ব্যবসায়িরা কি চুক্তি করতো(deal)?
28. তোমরা কি খনন করতে (dig) ?
Future
indefinite:
Affirmative:
1.আমরা খাবো।2.সে স্বপ্ন দেখবে।3.তুমি গাড়ি চালাবে।4.তোমরা পানি পান করবে।5.আমি খাওয়াবো।
6. সৈন্যরা লড়াই করবে।7.পাখিরা উড়বে।8.পুলিশেরা নিষেধ করবে।9.ছাত্ররা ভুলে যাবে।
10.তারা ক্ষমা করবে।11.আমি দিবো।12.তুমি জানবে।13.সে যাবে।14.তারা লুকাবে।
15.শিক্ষার্থীরা শিখবে।16.তারা কষ্ট দিবে।17.ট্রেনটি ত্যাগ করবে।18.লোকেরা হাড়াবে।
19.কর্মীরা তৈরি করবে।20.মালিকেরা (owners)পরিশোধ করবে।21.আমরা দেখা করবো।
22.সে দেখবে। 23.আমি রাখবো।24.আমরা ঘোড়ায় চড়বো।25.তারা বপন করবে।
26.তোমরা দৌড়াবে।27.দোকানদার বিক্রি করবে।
Negative:
1.আমরা খাবো না। 2.সে স্বপ্ন দেখবে না। 3.তুমি গাড়ি চালাবে না। 4.তোমরা পানি পান করবে না।
5.আমি খাওয়াবো না। 6. সৈন্যরা লড়াই করবে না। 7.পাখিরা উড়বে না।
8.পুলিশেরা নিষেধ করবে না। 9.ছাত্ররা ভুলে যাবে না। 10.তারা ক্ষমা করবে না। 11.আমি দিবো না।
12.তুমি জানবে না।13.সে যাবে না। 14.তারা লুকাবে না। 15.শিক্ষার্থীরা শিখবে না।
16.তারা কষ্ট দিবে না। 17.ট্রেনটি ত্যাগ করবে না। 18.লোকেরা হাড়াবে না।
19.কর্মীরা তৈরি করবে না। 20.মালিকেরা (owners) পরিশোধ করবে না। 21.আমরা দেখা করবো না।
22.সে দেখবে না। 23.আমি রাখবো না। 24.আমরা ঘোড়ায় চড়বো না। 25.তারা বপন করবে না।
26.তোমরা দৌড়াবে না। 27.দোকানদার বিক্রি করবে না।
Interrogative:
1.আমরা কি খাবো? 2.সে কি স্বপ্ন দেখবে?3.তুমি কি গাড়ি চালাবে? 4.তোমরা কি পানি পান করবে?
5.আমি কি খাওয়াবো?6.সৈন্যরা কি লড়াই করবে?7.পাখিরা কি উড়বে?
8.পুলিশেরা কি নিষেধ করবে?9.ছাত্ররা কি ভুলে যাবে?10.তারা কি ক্ষমা করবে?11.আমি কি দিবো?
12.তুমি কি জানবে?
13.সে কি যাবে?14.তারা কি লুকাবে?15.শিক্ষার্থীরা কি শিখবে?16.তারা কি কষ্ট দিবে?
17.ট্রেনটি কি ত্যাগ করবে?18.লোকেরা কি হাড়াবে?19.কর্মীরা কি তৈরি করবে?
20.মালিকেরা কি(owners)পরিশোধ করবে?21.আমরা কি দেখা করবো?22.সে কি দেখবে?
23.আমি কি রাখবো?24.আমরা কি ঘোড়ায় চড়বো?25.তারা কি বপন করবে?
26.তোমরা কি দৌড়াবে?27.দোকানদার কি বিক্রি
করবে?

No comments